জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

0
262

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যে নিয়ে নওগাঁর আত্রাইয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। দিবসের তাৎপর্য প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা স্বা¯’ ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার অনুরোধ করা হয়। #