জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে শ্রীমঙ্গলে মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত

0
685
জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে শ্রীমঙ্গলে মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত

জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে শ্রীমঙ্গলে মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে রোববার (২৯ আগস্ট ২০২১) সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনে মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচী পালিত হয়।

উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি)নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি,শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবীর।

এসময় স্থানীয় উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি রুই মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে শ্রীমঙ্গলে মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত
বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করছেন অথিতিরা ।

পরে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ও বিশেষ অতিথি মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্তের উপস্থিতে দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে আমন্ত্রিত অন্যান্য অতিথি এবং মৎস্য চাষী ও শ্রীমঙ্গল সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে প্রথম দিনের কর্মসূচী সংক্রান্ত সংবাদের লিঙ্ক

http://www.amarsylhet24.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/