জন্ম নিবন্ধন-সার্টিফিকেটে অতিরিক্ত ফিঃচেয়ারম্যানের অস্বীকার

    0
    310

    আমারসিলেট24ডটকম,১৩নভেম্বর,তফিদুর রহমান তালুকদার তৌফিকঃ জন্ম নিবন্ধন ও চেয়ারম্যান সার্টিফিকেট এর জন্যে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে ১নং স্নানঘাট ইউনিয়নের কর্তা ব্যাক্তিদের উপর।

    জানা গেছে বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের নির্দেশে অত্র এলাকার জন সাধারণের কাছ থেকে জন্ম নিবন্ধন ফি বাবদ চার থেকে পাঁচ শত টাকা আদায় করছে এবং নাগরিক সনদের জন্য দুই থেকে তিন শত টাকা আদায় করা হচ্ছে বলে এলাকাবাসীর কয়েকটি সুত্রের অভিযোগ থেকে জানা গেছে ।

    অপরদিকে ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি চ্যালেঞ্জ করে বলেন এই সমস্ত কথা একেবারেই ভিত্তিহীন। আর যে বা যারা এই মিথ্যা অভিযোগ করছে তারা কেউ আমার শোভাকাংখী নয়। এলাকাতে আমার উন্নয়নের জোয়ার দেখে কিছু অসাধু লোকের গাত্রদাহ হচ্ছে বলে তিনি উল্টো অভিযোগ করেন।