জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের শিববাড়িতে অভিযান চলছে

    0
    210

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪মার্চ,সিলেট প্রতিনিধিঃ  সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দু’টি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব-পুলিশ। আজ শুক্রবার ভোর থেকে চারতলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।

    শুক্রবার সকাল থেকে শিববাড়ি এলাকার ‘উস্তার আলী ভবন’ নামে পরিচিত চারতলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।

    ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা যাবার পর শুক্রবার ভোরে ওই বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি শুরু করা হয়।

    সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা থেকে ‘উস্তার আলী ভবন’ নামে পরিচিত চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়। পরে র্যা ব-পুলিশের সহায়তা ওই ভবনে অভিযান শুরু করা হয়েছে। ভবনের বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে।সাধারণ মানুষের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে।

    আইনশৃংখলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে সোয়াতের একটি দল হেলিকপ্টারে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পরই মূল অভিযান শুরু হবে।