জঙ্গিবাদকে কোনো ধর্ম বা জাতি সমর্থন করে নাঃমনিষ চাকমা

    0
    221

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৩আগস্ট,নবীগঞ্জ প্রতিনিধিঃ জঙ্গীবাদ ও মাদক, দেশ ও সমাজের জন্য মারাত্মক অভিশাপ। তাই জঙ্গীবাদ ও মাদক দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। জঙ্গীবাদকে কোন ধর্ম

    বা জাতি সমর্থন করেনা। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গের সাথে জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রন, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ এবং মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভায় মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মনিষ চাকমা। তিনি আরো বলেন, প্রচলিত আইন দিয়েই শুধু বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন জনসচেতনতা।

    আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে ও আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজী প্রভাষক ফাতেমা মুত্তালেব তালুকদার এর

    সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এস.এম আতাউর রহমান। এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন অনেকেই।