ছাত্র বলাৎকারের অভিযোগে কওমী মাদ্রাসার শিক্ষক র‍্যাবের হাতে গ্রেপ্তার

0
723
ছাত্র বলাৎকারের অভিযোগে কওমী মাদ্রাসার শিক্ষক র‍্যাবের হাতে গ্রেপ্তার
ছাত্রকে বলাৎকারের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের মামলায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আবু রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শুক্রবার (২৭ আগস্ট ২০২১) ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবু রায়হান সলঙ্গা থানার খোলাপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দ্বীনি শিক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে সলঙ্গা থানার কুমাজপুর দারুল আবরার কওমী হাফিজিয়া মাদরাসায় ভর্তি করে তার পরিবার। ওই শিক্ষার্থী মাদরাসার আবাসিক হলে থেকে গত এক বছর যাবত লেখাপড়া করছিল। গত ১১ আগস্ট ২০২১ রাতে মাদরাসার শিক্ষক আবু রায়হান ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, বলাৎকারের বিষয়টি প্রকাশ করলে শিক্ষক তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রটিকে বলাৎকার করে। ক’দিন পর আবার কু-কর্ম করার প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হলে পরদিন সকালে তাকে মারধর করে। মারধরের ঘটনার পর ওই শিক্ষার্থী ছুটি চায়, শিক্ষক ছুটি না দিলে ওই শিক্ষার্থী গোপনে ১৯ আগস্ট বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার পরিবারের কাছে শিক্ষক আবু রায়হানের কথা খুলে বলেন। পরে ওই শিক্ষার্থীর পরিবার সলঙ্গা থানায় মামলা দায়ের করে এবং র‌্যাব-১২ এর কাছে অভিযুক্তকে গ্রেপ্তারের আকুতি জানায়। গ্রেপ্তারের পর অভিযুক্ত মাদরাসা শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে তাকে সলঙ্গা থানায়  আইন মোতাবেক হস্তান্তর করা হয়।