ছাত্রী পুড়িয়ে হত্যা চেষ্ঠাকারীদের শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

    0
    280

    বিচারহীনতার অপসংস্কৃতির কারণে নারী নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে বক্তাদের অভিযোগ 

    বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুন নবী আলকাদেরী বলেন, মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এ সমস্ত প্রতিষ্ঠানের প্রতি মানুষের আলাদা আবেগ অনুভূতি আছে। মানুষ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অধিকতর নিরাপদ মনে করেই মাদরাসায় সন্তানদের পাঠায়। কিন্তু মাদরাসায় অধ্যক্ষ কর্তৃক কোন শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হয়ে প্রতিকার চাইতে গিয়ে পুড়িয়ে হত্যার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়।

    এমন বর্বর ও জাহেলীয় ধাঁচের কর্মকান্ডের নিন্দা জানানোরও কোন ভাষা নেই। তিনি সরকারের কাছে রাফি হত্যাচেষ্ঠাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আজ ১০ এপ্রিল বুধবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্ঠাকারী অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুন নবী আলকাদেরী। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান। ছাত্রনেতা মুহাম্মদ এরশাদুল করিমের স ালনায় মানববন্ধনে আরো

    বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্রনেতা এইচ এম এনামুল হক, মুহাম্মদ শাহাদাত হোসাইন, আদনান তাহসীন আলমদার, কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ ইফতেখারুল আলম, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ ইমতিয়াজ, মুহাম্মদ আতিকুল্লাহ, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ তাহারিফ হোসাইন, মুহাম্মদ আর