ছাত্রসমাজকে সর্বনাশা মাদকের করালগ্রাস থেকে রক্ষায়

    0
    236

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাকে এগিয়ে আসতে হবেঃআলহাজ্ব নঈম উল ইসলাম

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মেঃ  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব নঈম উল ইসলাম বলেন,বর্তমান সময়ে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের প্রত্যন্ত অ লে পর্যন্ত পৌঁছে গেছে  ইয়াবাসহ নানা ধরণের মাদকদদ্রব্য। এসব দ্রব্য সহজলভ্য হওয়াতে ছাত্র ও তরুণ সমাজ সহজেই বিপথগামী হচ্ছে এবং সমাজে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা ও গড়ে ওঠছে কিশোর গ্যাং। তাই এ সর্বনাশা মাদকের করালগ্রাস থেকে ছাত্রসমাজকে রক্ষায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মিদের এগিয়ে আসতে হবে।

    ইসলামের শান্তি ও মানবিক শামিয়ানায়  ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে মাদক, দূর্নীতিসহ সমস্ত অপকর্ম রূখে দিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পাচঁলাইশ থানা নেতৃবৃন্দের সাথে আজ ২৩ মে বুধবার সকালে মতবিনিময়কালে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ শফিউল আলম। প্

    রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। এতে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক রিদুয়ান হোসেন তালুকদার পাপ্পু।

    ছাত্রসেনা পাচঁলাইশ থানা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ কাউছার খাঁন, সাধারণ সম্পাদক  মুহাম্মদ ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মারুফ রেযা, মুহাম্মদ আনোয়ার হোসেন, আবরার সমরকন্দী, মুহাম্মদ সাদ্দাম, মুহাম্মদ ফোরকান রেযা, মাহমুদুল হাসান, মুহাম্মদ আশিক, মুহাম্মদ আরমানসহ সকল নেতৃবৃন্দ।