ছাতকে সুরমা সেতুর দূর্বিণ শাহ নামকরনে র‍্যালি

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩ডিসেম্বর,চান মিয়াঃ  ছাতকে সুরমা নদীর উপর নির্মিত সেতু মরমি সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, ছাতকের কৃতি সন্তান ফকির দূর্বিণ শাহ নামে নামকরনের দাবিতে এক বিশাল রেলি অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দূবিণ শাহ্ সেতু নামকরন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বিভিন্ন সড়ক অতিক্রম করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

    র‌্যালি শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমানের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন দূবিণ শাহ্ সেতু নামকরন বাস্তবায়ন পরিষদের সভাপতি কবি আবদুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, সমাজ কল্যান সম্পাদক এস.এম.শরীয়ত উল্লাহ, পরিকল্পনা সম্পাদক আব্দুল খালিক চিশ্তী, গীতিকার এমরুল কয়েছ, আলম শাহ্, অন্তরা সম্পাদক জাহেদ আহমদ, গীতিকার আতিকুল ইসলাম, জি.এস কছির আলী, কবি শহিদ মিয়া, মুহিবুর রহমান কালাশাহ্, জাউয়া বাজার সাহিত্য পরিষদের সংগঠক গনি মিয়া, ছাতক-দোয়ারাবাজার গীতিকার কবি পরিষদের সভাপতি মীর কয়ছর আহমেদ, ছাতক নজরুল সাহিত্য পরিষদের সভাপতি শরিফ ইমন, জাউয়া বাজার সাহিত্য পরিষদের সভাপতি মাহমুদ আলী, প্রবাসী আলতাফ আলী, সেলিম আহমদ, সুমন মিয়া প্রমূখ।

    উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান দূবিণ শাহ্ সেতু নামকরন ও বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দকে ফকির দূর্বিণ শাহ সেতু নামকরনের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রসাশকের সাথে আলাপ করবেন বলে আশ্বস্ত করেন।