ছাতকে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা:৩৮ হাজার

    0
    177

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭ডিসেম্বর,চান মিয়া,ছাতক:   ছাতকে ভেজাল বিরুধী অভিযানে ৩৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন হোটেল-রেষ্টুরেন্ট, মুদি দোকানও ফার্মেসীতে এসব জরিমানা আদায় করা হয়।

    মঙ্গলবার শহরে ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনামগঞ্জ মার্কেটিং অফিসার জাহাঙ্গির আলম, ছাতক উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. মো. খালেদ কনক, থানার এসআই সুহেল রানা অংশ নেন।

    এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে শহরের নীপা ফার্মেসীকে ২হাজার, নোংরা পরিবেশে খাবার তৈরীতে আপন হোটেলে ৩হাজার, ভাই ভাই হোটেলে ৫হাজার, ঢাকা ভাগ্যরাজ হোটেলে ৩হাজার, ভেজাল তেল ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরীতে রসমেলা মিষ্টি দোকানে ১৫হাজার, বিক্রমপুর ভিজা মিষ্টি দোকানে ১হাজার ও মেয়াদোত্তীর্ণ বেকারি পন্যসহ মালামাল রাখার দায়ে সানি ডিপার্টমেন্টাল ষ্টোরে ২হাজারসহ মোট ৩৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।