ছাতকে জাতিসংঘ অধিবেশন শেষে সংবর্ধিত পৌর মেয়র

    0
    200

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৮অক্টোবর,চান মিয়া, ছাতকঃ জাতিসংঘের একাত্তরতম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যোগদান করেন ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। সোমবার দেশে ফেরার পর সিলেট ওসমানী বিমানবন্দরে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে একটি বর্নাঢ্য মোটর সাইকেল শোভা যাত্রার বিশাল গাড়িবহরে মাধ্যমে তাকে ছাতকে নিয়ে আসা হয়। রাস্তায় গোবিন্দগঞ্জ সাদাপুল এলাকায় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষসহ বিপুল সংখ্যক লোকজন মেয়রকে অভ্যন্তর্থনা জানান।

    এসময় তিনি সকলের সাথে কোশল বিনিময় করেন। পরে তার বাসভবনের সামনে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত জানানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সাবেক কেন্দ্রিয় ছাত্রলী নেতা শামীম আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, আ.লীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, ব্যবসায়ি আব্দুল মমিন চৌধুরী, পৌরসভার সচিব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, উপজেলা আ’লীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল, সদস্য শাহীন চৌধুরী, হাজি নুর উদ্দিন, হাজি আশিক মিয়া, দেওয়ান আবুল কালাম মাষ্টার, এমাদুল হক, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, আসাব মিয়া, সুদীপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, আ’লীগ নেতা কামাল উদ্দিন, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মমিন, শাহিন মিয়া তালুকদার, মুজিব মালদার, দেলোয়ার হোসেন চয়ন, আবুল হোসেন, সালাউদ্দিন, আব্দুল মতিন, পংকজ চৌধুরী, আফিক আলী, আব্দুস ছাত্তার, কুহিন চৌধুরী, রেজাউল করিম রেজা, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ চৌধুরী, হুমায়ূন কবির পাবেল, আব্দুল কাদির তালুকদার, সাদমান মাহমুদ সানি, তানভির চৌধুরী, জাহাঙ্গির আলম পাবেল, পৌর কনজারভেটিভ ইন্সপেক্টর কল্যাণব্রত দাস, কর আদায়কারী জামাল উদ্দিন, রতন দে, করনির্ধারক শহীদুল হক মোল্লা, সিনিয়র কার্য সহকারী ফজলুর রহমান, উচ্চমান সহকারী শিলা বড়–য়া, টিকাদান সূপারভাইজার লাভলী ব্যানার্জী, পৌর সভার কর্মকর্তা-কর্মচারিসহ ছাতক-দোয়রা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও এলাকার গন্যমান্য নেতৃবৃন্দ।

    উল্লেখ্য যে, গত ১৭সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে জাতি সংঘের অধিবেশনে যোগদান শেষে ২৬সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গমন করেন মেয়র আবুল কালাম চৌধুরী। একমাস সফর শেষে তিনি সোমবার (১৭অক্টোবর) বাড়িতে এসে পৌছেন।