ছাতকে আ’লীগ নেতা ছানাউর রহমানের দাফন সম্পন্ন

    0
    237

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জানুয়ারী,ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ, ছাতক কমিউিনিটি পুলিশিং কমিটির আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা আড়াইটায় চেচান গ্রামের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক সমিতি সিলেটর সভাপতি আনম ওহিদ কনা মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আ’লীগ নেতা আওলাদ আলী রেজা, ইউএনও মোহাম্মদ নাছির উলাহ খান, মাওলানা ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, আব্দুল খালিক, অ্যাড. শাহাব উদ্দিন, বঙ্গবন্ধু ওলামা পরিষদ নেতা এমএ মান্নান মিয়াজি, খোকন চৌধুরী, মরহুমের অনুজ মুহিবুর রহমান তালুকদার টুনু।

    যানাজা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী ও যানাজায় ইমামতি করেন ধারনবাজার মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান। এছাড়া যানাজায় ছাতক অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, উপাধ্যক্ষ মহিউদ্দিন, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, বিলাল আহমদ, আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সায়েস্থা মিয়া, মুরাদ হোসেন, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব নুরুল ইসলাম, সামছুদ্দিন শিশু মিয়া, আরজক আলী, নুরুল আমিন, আলহাজ্ব নিজাম উদ্দিন, ফজর উদ্দিন, সুন্দর আলী, সুফি আলম সুহেল, আফজাল আবেদীন আবুল, ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, পীর তকদ্দুছ আলী, আলহাজ দুদু মিয়া, সৈয়দ তিতুমীর, আলহাজ্ব আজাদ মিয়া, ওবায়দুল হক শাহীন, আব্দুল হাই আজাদ, মাওলানা আখতার হোসাইন, আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল করিম বকুল, আ’লীগ নেতা আফতাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক শামীম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, কর্মকর্তা ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।