ছাতকের মল্লিকপুরে ৭টি বিদ্যালয়ের ড্রেস বিতরণ

    0
    442

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০নভেম্বর,চান মিয়া, ছাতকঃ   ছাতকের মলিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউপিজিপি’র অর্থায়নে ছাতক সদর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থাদের মাঝে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত স্কুল ড্রেস বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান অফিসার মরিরুজ্জামান খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শওকতুল হাসান। বক্তব্য রাখেন, ইউপি সদস্য মকসুদুল হাসান আতর, কাজি ইব্রাহিম আলী, সুলতান মিয়া, নজরুল ইসলাম মারুফ, আব্দুস ছালাম, ময়না মিয়া, আতাউর রহমান, সদস্যা তাহমিনা বেগম, রওশন আরা, আফিয়া বেগম, স্থানীয় ফরহাদ আহমদ, সাদিক মিয়া প্রমুখ।

    সভা শেষে মলিকপুরসহ আন্ধারীগাঁও, রাতগাাঁও, চাইরচিরা-রনমঙ্গল, কাজীহাটা-নোয়াগাঁও, বাউসা ও বড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে ৫০টি করে স্কুল ড্রেস তুলে দেয়া হয়।