চেয়ারম্যান কদর মিয়ার বিরুদ্ধে-ছাতকে দুদকের মামলা প্রস্তুতি

    0
    502

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫নভেম্বর,চান মিয়া,ছাতক,সুনামগঞ্জঃছাতকের চরমহল্লা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়ার কর্তৃক সরকারি ৪টি প্রকল্প আত্মসাতের দায়ে তদন্ত শেষে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। কমিশনের চেয়ারম্যান বরাবরে খরিদিচর গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র সিরাজুল ইসলামের দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রকল্পগুলোর সরেজমিন তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। অভিযোগে বলা হয়, ২০১৫সালে ডেকার হাওরের ডুবন্ত বেরিবাঁধ মেরামতের জন্যে পানি উন্নয়ন বোর্ড ৬লক্ষ ৩৪হাজার টাকা বরাদ্ধ দেয়।

    ২০১৩-১৪অর্থ বছরে টিআর প্রকল্পে মজুমদারিচর গ্রামের আব্দুল আলীর বাড়ির রাস্তা মেরামতে ৪মেঃটন চাল, ২০১৪-১৫অর্থবছরে চরচৌড়াই পয়েন্ট হতে শাখাইতি গ্রামের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পর্যন্ত রাস্তা মেরামত ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সোলার বিদ্যুৎ স্থাপন প্রকল্পের ৯.৩০ মেঃটন  চাল, একই সালে চুনাররুচর গ্রামের রাস্তা মেরামতে টিআর প্রকল্পের ২মেঃটন চাল মহিলা সদস্য সাইফুল বেগমকে প্রজেক্ট চেয়ারম্যান দেখিয়ে সমুদয় অর্থ আত্মসাত করেছেন।

    সম্প্রতি দেয়া অভিযোগের প্রেক্ষিতে দূর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় উপ-পরিচালক মঞ্জুর আলম চৌধুরী তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন। তদন্তে ঘটনার সত্যতার ব্যাপারে তিনি বলেন, এসব প্রকল্পে দূর্নীতি প্রমানিত হওয়ায় কদর মিয়ার বিরুদ্ধে কমিশন এখন আইনগত ব্যবস্থা নেয়ার চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি।