চুনারুঘাট বড়াইল গ্রামে ১৬ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ

    0
    280

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এ বছরও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শান্তিকল্পে ষোড়শ প্রহর ব্যাপী (২দিন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ড (বড়াইল) গ্রামে শ্রীশ্রী মদনমোহন জিউর বিগ্রহ আখড়ায় আয়োজন করেছে।
    আগামী ১৬ নভেম্বর সোমবার শ্রীমদ্ভাগবত পাঠ, পদকীর্ত্তন ও ষোড়শ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তনের শুভধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। ১৭ নভেম্বর মঙ্গলবার ঊষালগ্নে ষোড়শ প্রহর ব্যাপী (২দিন) নাম সংকীর্ত্তন শুভারম্ভ। একনাম কীর্ত্তনীয়া দলগুলি হচ্ছে – শ্রীশ্রী পার্থ সারথি সম্প্রদায় নরসিংদী, শ্রীশ্রী গোপাল সংঘ চুনারুঘাট, শ্রীশ্রী নিতাই গৌড় সম্প্রদায় মৌলভীবাজার, শ্রীশ্রী গুরু মহারাজ সম্প্রদায় তেলিয়াপাড়া। ১৮ নভেম্বর বুধবার মহাপ্রসাদ বিতরণ ও ১৯ নভেম্বর বৃহস্পতিবার মহন্ত – বিদায়। তৎপর তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন সমাপন হবে। আখড়া কমিটির সাধারণ সম্পাদক বলাই কর বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা মেনে এ মহানাম যজ্ঞ উদযাপন হবে বলে তিনি জানান।