চুনারুঘাট থেকে ও হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

    0
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫ডিসেম্বর,শংকর শীল, হবিগঞ্জ থেকেঃ  দেশের অন্যান্য এলাকার সাথে সাথে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রামগঞ্জে থেকেও হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। এক সময়ে কৈ মাছ, মাগুর মাছ, শিং মাছ, পুটি মাছ, চিংড়ি মাছ, বৈচা মাছ, পাবদা মাছ, চিতল মাছ, টেংরা মাছ, বাইম মাছ, টাকি মাছ, বেদা মাছ, কৈয়া মাছ, গুতুম মাছ, নয়না মাছ, বালী মাছসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ দেখা যেত। বর্তমানে কালের আবর্তনে ও রাসায়নিক দ্রব্যসহ কীটনাশক প্রয়োগের কারণে গ্রামগঞ্জ থেকে এসব মাছ হারিয়ে যাচ্ছে।

    চুনারুঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবু হাছাদ ফরিদুল হক জানায়, ফসলি জমি, বাড়ির পুকুরে রাসায়নিক ও কীটনাশক মিশ্রিত খাবার খেয়ে দেশীয় প্রজাতির মাছ বর্তমানে বিলুপ্তি হতে চলছে। এমন সময় আসবে এসব মাছ আর চোখে পরবেনা। আমাদের মৎস্য অধিদপ্তর এসব দেশীয় প্রজাতির মাছ ধরে রাখার জন্য সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে এসব দেশীয় প্রজাতির মাছ ধরে রাখা যায়।