চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা

    0
    257

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯নভেম্বর,চুনারুঘাট প্রতিনিধি:  বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারন সভা স্থানীয় দিদার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুনশী শফিকুর রহমান জামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজী।

    বিশেষ অতিথি ছিলেন আস্কর আলী লন্ডনী শিক্ষা ট্রাষ্টের মহাসচিব ডা: মুসলিম উদ্দিন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহনের সিদ্ধাš গৃহীত হয়। এ লক্ষে আগামী শিক্ষাবর্ষ হতে সমন্বিত সিলেবাস প্রনয়ন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, ৫ম শ্রেণীর বিশেষ মডেল টেষ্ট পরীক্ষা গ্রহন, শিক্ষক প্রশিক্ষন ব্যবস্থা চালুকরনসহ শিক্ষা মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।

    ১ম হতে ৪র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর হতে এবং বৃত্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর হতে গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি গাজীউর রহমান গাজী এসোসিয়েশন এর প্রতিষ্ঠার এক যুগ পুর্তিতে ২দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠান আয়োজনের ঘোষনা দেন।

    শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীদের অংশ গ্রহনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে তিনি ১লক্ষ টাকার পুরুস্কার প্রদানের ঘোষনা সহ অনুষ্ঠানের সামগ্রিক ব্যয় বহনের ঘোষনা প্রদান করেন। উল্লেখ্য যে ২০০৮ সালে চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্টিত হয়।