চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

    0
    255

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫জুন,চুনারুঘাট প্রতিনিধিঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার সাত্তালিয়া গ্রামস্থ মসজিদ মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ মাসুক মিয়া। মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মোঃ জাবেদ মিয়া।সাংবাদিক মোঃ ফারুক মিয়া তার শুভেচ্ছা বক্তব্যে অনলাইন প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ১০নং মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ফরিদ মিয়া তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, ৫নং শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তালকুদার সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, আইয়ুব আলী মহালদার, দিলবর আলী, আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা আঃ নূর তরফদার, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান তালুকদার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দুবাই প্রবাসী মোঃ জুয়েল আহমদ, ডিবি পুলিশ গাজী মোঃ মুসলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মাষ্টার, সহকারী কৃষি শিক্ষক, গাতাবলা দাখিল মাদ্রাসা, চুনারুঘাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ বাকী বিল্লাহ তরফদার, সদস্য সচিব মোঃ রুমন ফরাজী, মৌলভীবাজার জজকোর্টের এডভোকেট মোঃ ইমরান লস্কর, হরিণমারা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আব্দুল ছাত্তার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী আমজাদ সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া মাষ্টার, দৈনিক সিলেটের বাণী, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম দুদু কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক হবিগঞ্জের সাপ্তাহিক খবর, সহ-সভাপতি মীর মোঃ জামাল আহমদ, দৈনিক আমার সংবাদ, যুগ্ম সম্পাদক জিলানী আখঞ্জী, দৈনিক স্বদেশবার্তা, সাংগঠনিক সম্পাদক আকরামুল ইসলাম দৈনিক বিজয়ের প্রতিধ্বনি, সহ-সাংগঠনিক সম্পাদক শংকর শীল দৈনিক হবিগঞ্জের জননী, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন সাপ্তাহিক জনতার দলিল, আইন বিষয়ক সম্পাদক এইচ.আর আফজাল আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোতাব্বির হোসেন কাজল দৈনিক লোকালয় বার্তা, কাজী এম.এ ওয়াহিদ দৈনিক লোকালয় বার্তা, মাওলানা মাহবুবুর রহমান খান শিক্ষক, হাফেজ শামছুল ইসলাম জাকী, ইমাম, উত্তর বড়জুষ মসজিদ, ডাঃ মোঃ আব্দুল আউয়াল, শানখলা ইউনিয়নের মেম্বার মোঃ ভিংরাজ মিয়া প্রমুখ।