চুনারুঘাটে ৯০০ কেজি চা-পাতাসহ পিকআপ ভ্যান জব্দ

    0
    285

    জেলা প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ৯০০ কেজি চা-পাতাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার আমতলীতে চা-পাতাসহ পিকআপ ভ্যান যার নং-ঢাকা মেট্রো ২০-২৬৬৮) জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলীতে চিমটিবিল সীমান্তের বিজিবির একটি দল অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বহন করা ৯০০ কেজি চা-পাতাসহ পিকআপ ভ্যান আটক করা হয়।

    এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সুবেদার মো. আবু তাহের। বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সতর্ক অবস্থানে আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই চা পাতার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপ ভ্যানের মূল্য প্রায় ৮ লক্ষাদিক টাকা। সীমান্তের চোরাচালান রোধ করতে বিজিবির অভিযান চলবে।’