চুনারুঘাটে ৫শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

    0
    575

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জুলাই,এম এস জিলানী আখনজীঃ জাকজমকপূর্ণভাবে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৪ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে পুনর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

    আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রুশন খানের সভাপতিত্বে ও গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আঃ মালেকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটির সদস্য ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উত্তরা থানার উত্তর পূর্ব আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুুল লতিব, মদরিছ মিয়া মহালদার, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, সুজিত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, বাবু সজল দাশ, মোঃ ওয়াহেদ আলী, তথ্য ও গবেষনা সম্পাদক হাছান আলী, কৃষি ও সমবায় সম্পাদক শফিউল আলম মানিক, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাই, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আনিস আলী, আওয়ামীলীগ নেতা নোমান চৌধুরী, পৌর আওয়ামীলীগ সেক্রেটারি আবুল খায়ের, গাজীপুর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আহম্মদাবাদ ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মাষ্টার, সেক্রেটারি প্রফেসর আবু নাসের, দেওরগাছ ইউনিয়নের সভাপতি মহরম আলী, সেক্রেটারি সত্যেন্দ্র দেব, পাইকপাড়া ইউনিয়নের সভাপতি ময়না মিয়া তালুকদার, সেক্রেটারি মোতাহার হোসেন তালুকার, শানখলা ইউনিয়নের সভাপতি শফিক মিয়া তরফদার, সেক্রেটারি আবুল কালাম চৌধুরী এখলাছ, উবাহাটা ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আকবর আলী, সেক্রেটারি প্রফেসর আঃ রউফ, সাটিয়াজুরী ইউনিয়নের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সেক্রেটারি মোঃ ফরিদ মিয়া, রানীগাও ইউনিয়নের সভাপতি আঃ জলিল, মিরাশী ইউনিয়নের সভাপতি ইদ্রিছ আলী আলতা মিয়া তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেল, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান প্রমুখ।

    এতে বক্তব্য রাখেন আহমদাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ রহমান, পৌর শ্রমিক লীগের সভাপতি আমীর আলী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক আব্দুল হাই প্রিন্স, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ইফতেখার আলম রিপনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুক, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার বাহার, সদর ইউনিয়নের ইউপি সদস্য আঃ জব্বার, আরজু মিয়া মেম্বার, কেরামত আলী মেম্বার, আব্দুল্লাহ আল মামুন, রানীগাও ইউনিয়নের কাজী হারুন মিয়া, ফরহাদ বখত চৌধুরী, কামাল মিয়া মেম্বার, বাচ্চু মিয়া, লিলু মিয়া, হাজী আঃ ছালাম, হাজী রুশন আলী, আহমদাবাদ ইউনিয়নের সাচ্চু মিয়া, জমরুত আলী, পাইকপাড়া ইউনিয়নের আঃ কাদির ও শামীম মিয়ার নেতৃত্বে বিএনপি জাপাসহ বিভিন্ন দলের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

    পরে সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন বাউল শিল্পী প্রাণকৃষ্ণ রায়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেয়।