চুনারুঘাটে ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন সম্মেলন সম্পন্ন

    0
    348

    ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাসীদের স্থান নেই-ইফা ডিজি

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪ফেব্রুয়ারি,চুনারুঘাট প্রতিনিধিঃপ্রতি বছরের ন্যায় আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদ চুনারুঘাটের উদ্যোগে ২৯ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩দিন ব্যাপী ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

    উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া ও উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মুফতি মুসলিম খানের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম তালুকদার দুলাল, মোঃ মামুনুর রশীদ, আজিজ ইকবাল, বিলাল মিয়া ও রহমত আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) আলহাজ্ব শামীম মোহাম্মদ আফজাল।

    তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্মে জঙ্গীবাদ বা সন্ত্রাসীদের কোন স্থান নেই। অধ্যাবধি পর্যন্ত সুন্নী মতাদর্শী মুসলমানদের মাঝে কোন প্রকার সন্ত্রাসী বা জঙ্গীবাদের প্রজনন দেখা যাচ্ছে না। তাই বিশ্বের একমাত্র ইসলামী কৃষ্টিকালচার চর্চার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।

    এ ফাউন্ডেশনের মাধ্যমে প্রাক-প্রাথমিক ও কোরআন শিক্ষা দানে বর্তমান বাংলাদেশে প্রায় ৮২ হাজার শিক্ষক নিয়োজিত রয়েছে। এ শিক্ষা বিস্তারে বর্তমান সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এস.এম. সুলতান খান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান করেন শায়েখ আল্লামা ড. সৈয়দ এর্শাদ আহমদ আল বুখারী (দিনাজপুর), উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক (ঢাকা), আল্লামা এনাম রেজা আল কাদেরী (চট্টগ্রাম), শায়েখুল হাদীস আল্লামা আব্দুল আলী আল কাদেরী (হবিগঞ্জ), মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, মাওলানা শেখ মোশাহিদ আলী, মাওলানা আহমদ রেজা ফারুকী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, মাওলানা আজিজুর রহমান সোহাগ, মাওলানা কবির আহমদ ও মাওলানা মোশাহিদুল ইসলাম প্রমুখ।

    আখেরী মোনাজাতে দেশে শান্তি ও পরকালে মুক্তির জন্য মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।