চুনারুঘাটে হানাদার মুক্তদিবস উদযাপন

    0
    186

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ডিসেম্বরঃ  হবিগঞ্জ জেলার চুনারুঘাটে হানাদার মুক্তদিবস উদ্যাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী বের করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান/সন্তনীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কয়েক হাজার লোকের সমাগম হয়।

    মঙ্গলবার (৬ ডিসেম্বর ১৯৭১) চুনারুঘাট শক্রমুক্ত হয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এ সভা অনুষ্টিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকি বিল্লার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সাবেক জেলা কমান্ডার মুন্সী আব্দুর রহিম জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, যুদ্ধকালীন কমান্ডার জনাব আব্দুল আউয়াল, আব্দুল খালেক, আব্দুল গাফফার, আব্দুল আলী, ক্যাপ্টেন ইদ্রিছ আলী, আব্দুস সহিদ তরফদার, বাচ্চু চৌধুরী, বাবু দুর্গেশ চন্দ্র ধর, বীরমুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেন চৌধুরী, নূরুল হক, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রুমন ফরায়েজী, সাইফুল ইসলাম রুবেল, শাহজাহান চৌধুরী, মিজানুর রহমান সেলিম, মাইনুল ইসলাম সুমন, মুজিবুর রহমান, ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক ফারুক মিয়া। এতে বীর মুক্তিযোদ্ধা সন্মাননা প্রদান করা হয়।