চুনারুঘাটে সুন্দরপুর-চন্ডিছড়া চা-বাগান সড়ক বেহাল অবস্থা

    0
    259

     “খানাখন্দ সড়কে সামান্য বৃষ্টিতে জমে পানি ভোগান্তিতে হাজার হাজার মানুষ”

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুলাই,এম এস জিলানী আখনজী: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর হইতে ঘনশ্যামপুর, কালিশিরি, বেলাবিল ভায়া চন্ডিছড়া চা বাগান পর্যন্ত কাঁচা রাস্তাটি বিস্তৃত। স্বাধীনতার ৪৬ বছর অতিবাহিত হলেও অদ্যবধি পর্যন্ত এই মাটির কাঁচা রাস্তাটি পাকাকরন করা হয়নি।

    বর্ষা মৌসুম শুরু হলে এই রাস্তা দিয়ে চলাচলকারী উল্লেখিত গ্রামগুলির হাজার হাজার মানুষ চলাচল করতে পারেনা। অতিরিক্ত কাঁদা সৃষ্টি হওয়ায় রাস্তার পার্শ্ববর্তী সুন্নিয়া মাদ্রাসা, বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, একাদিক প্রতিষ্ঠানের শত-শত শিক্ষার্থীসহ গ্রামবাসীদের চলাচলে মারাত্বক বিঘœঘটে। বই খাতা, পোষাক ভিজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌছতে হয়।

    মানুষের রিক্সা, সাইকেল, মোটর বাইক, পিকআপ চলাচল’তো দুরের কথা, পায়ে হাটা পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছে। এলাকার সাধারন জনগনের প্রাণেরদাবী সরকারের কাছে, অচিরেই রাস্তাটি পাকাকরন করে এলাকাবাসীর চলাচলের জন্য রাস্তাটি উপযোগী করে দিতে।