চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু

    0
    491

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬মার্চ,শংকর শীল,হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি কলেজে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অনার্স কোর্স চালু হচ্ছে। চারলক্ষ মানুষের একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপিঠ চুনারুঘাট কলেজে ২০১৭-১৮ সেশনে আপাতত ৫টি বিষয়ে অনার্সে ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও বিষয় বৃদ্ধি করা
    হবে বলে কলেঝ কর্তৃপক্ষ জানিয়েছে।
    চুনারুঘাট সরকারি কলেজে অনার্স চালু হওয়ায় চা বাগান অধ্যুষিত চা শ্রমিক সন্তান ও নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠীসহ চুনারুঘাটের ছেলেমেয়েরা এখন থেকে বাড়ির কাছে বিষয়ভিত্তিক উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। ফলে চুনারুঘাটবাসী এখন মহাখুশি। অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল জানান, চুনারুঘাট সরকারি ডিগ্রী কলেজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত
    হয় এবং ১৯৮৬ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। যুগ যুগ ধরে এ কলেজে হাজার হাজার ছাত্রছাত্রী শুধুমাত্র এইচএসসি পর্যন্ত পড়ার সুযোগ ভোগ করে আসছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রসারের অংশ হিসেবে চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালুর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
    উল্লেখ, ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর চুনারুঘাটের কৃতি সন্তান ও প্রয়াত এনামুল হক মোস্তফা শহীদ সমাজকল্যানমন্ত্রী হন। এরপরই কলেজটিতে অনার্স কোর্স চালু ও নতুন বিষয় বাড়ানোর দাবী উঠে। কলেজের সাবেক শিক্ষার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এ কলেজে অনার্স কোর্স চালু এবং বিষয় বাড়ানোর প্রচেষ্টায় অগ্রনী ভূমিকা রাখেন।
    চুনারুঘাট সরকারি কলেজে বর্তমানে প্রায় ১ হাজার ৮শ শিক্ষার্থী রয়েছে।