চুনারুঘাটে শহীদ আকল মিয়ার হত্যা রহস্য আজও আড়ালে

    0
    520

    তিন বছরেও চুনারুঘাটে ব্যকস্ সভাপতি আকল মিয়ার হত্যারহস্য উদঘাটন হয়নি:বক্তাগন  

    এস এম সুলতান খান চুনারুঘাট:  চুনারুঘাটে ব্যবসায়ী নেতা  ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি শহীদ আলহাজ্ব  আবুল হোসেন আকল মিয়ার তৃতীয়  শাহাদাত  বার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে গত  সোমবার  (১ মার্চ) বিকাল তিন ঘটিকায় তার কবরের পাশে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি  আলহাজ্ব আব্দুজ জাহির মেম্বারের সভাপতিত্বে ও সাধারন  সম্পাদক মাওঃ  আব্দুল কাইয়ূম তরফদারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওঃ  আলী মোহাম্মদ চৌধুরী, চুনারুঘাট ব্যকসের সভাপতি  আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার, সাঃ সম্পাদক ও আকল মিয়ার ছেলে  এড. নাজমুল ইসলাম বকুল, মওলানা শেখ মোশাহিদ আলী, আলহাজ্ব ইয়াছিন তালুকদার,মুফতি মুসলিম খান,  মাওঃ মোঃ ইয়াকুত মিয়া, সাংবাদিক এস এম সুলতান খানসহ সামাজিক-সাংস্কৃতিক,  ব্যবসায়ী, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
    এ ছাড়াও প্রত্যন্ত অঞ্চল থেকে অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন হাফিজি মাদ্রাসার শিক্ষক,  শিক্ষার্থী সহ অসংখ্য অনুরাগী৷
    বক্তারা  বলেন  তিন বছরেও শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার রহস্য উদঘাটন হয়নি।  তাই এ হত্যার  বিচারের জোর দাবি জানিয়ে বলেন, সরকারের সদিচ্ছায় আমরা বিচার পেতে পারি।  সকলের প্রতি আকুল আবেদন আমরা যেন আবুল হোসেন আকল মিয়ার বিচারটি নিশ্চিত করতে পারি।