চুনারুঘাটে শহিদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার স্মরণে

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ মার্চ,শংকর শীল,চুনারুঘাট থেকেঃহবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার স্মারণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় চুনারুঘাট এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণে চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাতওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনার উদ্যোগে আয়োজিত শোকসভায় চুনারুঘাট আহলে সুন্নাতওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি মাওঃ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক এস.এম সুলতান খান এবং দুলাল মিয়ার যৌথ পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পিপি ও চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসাইন জিতু, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, হবিগঞ্জ আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি মাওঃ শাহজালাল আহমদ আখঞ্জি, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওঃ সোলাইমান খান রাব্বানী, চুনারুঘাট হাজী আলিম উল্লা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ এ.কে আফছার আহমদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জাহির, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া মাষ্টার, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি কাদির সরকার, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, আদমপুর গাউছিয়া সুন্নীয়া মাদ্রাসার সুপার মাওঃ আঃ কাইয়ুম তরফদার, গোগাউড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ রফিকুল ইসলাম জাফরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সালাম তালুকদার।

    সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার পুত্র নাজমুল ইসলাম বকুল, মাওঃ মোশাহিদ আলী, মাওঃ মতিউর রহমান হেলালী, মাওঃ মামুনুর রশিদ প্রমুখ। শোকসভায় বক্তারা- আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    সভায় চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান বলেন, আগামী ২ দিনের মধ্যে খুনিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন। পরে নিহতের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, চুনারুঘাট হাজী আলিম উল্লা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ এ.কে আফছার আহমদ তালুকদার এবং মিলাদ শেষে তাবারুক বিতরণের মধ্য দিয়ে শোকসভা সমাপ্ত হয়।