চুনারুঘাটে যুবলীগ নেতাসহ ৪জনকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

    0
    237

    মিজানুর রহমান,চুনারুঘাট (হবিগন্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাটের দারাগাঁও গ্রামে বুধবার (২৮ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ ও সহকারী কর্মকর্তা (ভূমি) মিল্টন চন্দ্র পাল। এ অভিযানে অর্ধশতাধিক ড্রেজার মেশিন ধ্বংস ও পুরানো হয়। এসময় ৫ টি ট্রাক্টর জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

    অবৈধ বালু উত্তোলন সাথে জড়িত থাকার অভিযোগে ৫জনকে আটক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন মশরুফ আলী কাউসার, পিতা তৈয়ব আলী, শেখ সেলিম, পিত আব্দুল বারিক, রহম আলী, পিতা আব্দুর নূর প্রত্যককে ১বছর ও খালেকুজ্জামান, পিতা আমিন মিয়াকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত টের পেয়ে বালু খেকু রমজান আলী পালিয়ে যায়।

    ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে RAB-9 এর এএসপি আফসান আহমেদ উপ সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম ও চুনারুঘাট থানার একটি টিম। অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এ অভিযান অব্যাহত থাকবে।