চুনারুঘাটে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

    0
    448

    চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কালামের পুত্র তারেক মিয়া (১৮) চুনারুঘাট বাল্লারোডস্থ ৯৯ দোকানের মালিককে বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারীরা মারপিট করে তারেক মিয়ার প্যান্টের পকেট হইতে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

    জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উপজেলার লক্ষীপুর গ্রামের জাহির মিয়ার বসতবাড়ির সামনে এ ঘটনাটি। আহত তারেক মিয়ার আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারেক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে রেফার করেন।

    আহত তারেক মিয়া জানান, গত রোববার রাতে তার মালিকানাধীন চুনারুঘাট বাল্লা রোডস্থ ৯৯ দোকানে তালা দিয়ে বাড়ি ফেরার পথে লক্ষীপুর গ্রামস্থ জাহির মিয়ার বাড়ির সামনে পৌছামাত্রই পূর্ব থেকে ওতপেতে থাকা একই গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র জমরুত মিয়া (৫০) ও জমরুত মিয়ার পুত্র রিয়াদ মিয়া ওরফে বাবু (২০) দ্বয় তারেক মিয়াকে পথরোধ করত তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে তারেক মিয়ার বাম হাত ভেঙ্গে দিয়েছে।

    এসময় ছিনতাইকারীরা তারেক মিয়ার প্যান্টের বাম পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তারেক মিয়ার পিতা আবুল কালাম বাদী হয়ে চুনারুঘাট থানায় লক্ষীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র জমরুত মিয়া (৫০) ও জমরুত মিয়ার পুত্র রিয়াদ মিয়া ওরফে বাবু (২০) দ্বয়ের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেন।

    যার মামলা নং- ১৫, তাং- ১১/০৯/১৮, ধারা- ৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড। আহত তারেক মিয়া বর্তমানেও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট এস.আই মোহাম্মদ মহিন উদ্দিন।

    এ ব্যাপারে আহত তারেক মিয়ার পিতা মামলার বাদী আবুল কালাম সুবিচার পাওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।