চুনারুঘাটে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান অবহিতকরণ সভা

    0
    252

    জেলা প্রতিনিধি,হবিগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার গৃহ প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ বাস্তবায়নে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবণ পালের পরিচালনায় প্যানেল চেয়ারম্যান আবিদা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন-
    চুনারুঘাট পৌর মেয়র মো: নাজিম উদ্দিন সামছু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(আরএমও) ডা: ফাতেমা হক, প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা: মো: জেড এম ওয়াহিদুল আলম, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, আলহাজ্ব সামছুন্নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা এমরানুল হক, তথ্য সেবা কর্মকর্তা সোনালি রায় প্রমুখ।
    এসভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবণ পাল বলেন, ইতো মধ্যেই (ক. শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। গৃহ নির্মাণের জন্য স্থান নির্ণয়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
    প্রসঙ্গত, প্রথম পর্যায়ে ৮০টি (ক) শ্রেনীর গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। যার একক মুল্য ১,৭১,০০০/- টাকা।