চুনারুঘাটে ভূমিজ সমাজের তিনদিন ব্যাপী সম্মেলন অনুষ্টিত

    0
    208

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মার্চ,এম এস জিলানী আনজী,চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ নালুয়া চা বাগানের পূর্ব টিলায় বাংলাদেশর ভূমিজ সমাজের তিনদিন ব্যাপী ৯ম সম্মেলন (রংসভা) দ্বিতীয় দিন ছিল গতকাল, এ উপলক্ষে ১৮ মার্চ বুধবার বেলা ২টায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ভূমিজ সমাজের সভাপতি শ্রী করুন সিং ভূমিজ।

    আমুরোড হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক রামেশর ভূমিজ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, প্রক্তন চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুর রহমান আজাদ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা কৃষকলীগ সেক্রেটারী মুজিবুর রহমান, মিজানুর রহমান বাবুল, জাকির হোসেন পলাশ,নালুয়া চা বাগানের বড় বাবু আলহাজ্ব আবুল বাশার তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নব কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, স্থানীয় ইউপি সদস্য নটবর রুদ্রপাল, আলহাজ্ব আ: রউফ, শফিকুর রহমান সাফু, মাখন গোস্বামী, শামসুল আলম ফুল মিয়া, উপজেলা সেচ্ছা সেবকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাই প্রিন্স, ছাত্রলীগ সাধারন সম্পাদক ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, চন্দ্র-মল্লিকা স্কুলের প্রতিষ্ঠাতা উসমান গণি কাজল। ।

    নালুয়া চা বাগানের উপদেষ্টা মন্ডলী নিমাই ভূমিজ, মহিপাল ভূমিজ, বিপিন ভূমিজ, জিতেন্দ্র ভূমিজ, স্বর্ণ ভূমিজ, রতিশিং ভূমিজ, সনকা ভূমিজ, পুষ্প ভূমিজ ও মেনকা ভূমিজ। নালুয়া চা বাগানের ভূমি সমাজের  সভাপতি চুনু ভূমিজ, সহ-সভাপতি পরেশ ভূমিজ, মাখন ভূমিজ, সজল ভূমিজ, সাধারণ সম্পাদক রামেশ্বর ভূমিজ, সহ সাধারণ সম্পাদক কমল ভূমিজ, সবুজ ভূমিজ, কোষাধ্যক্ষ বাসুদেব ভূমিজ, সহ-কোষাধ্যক্ষ জগদিশ ভূমিজ, মিঠুন ভূমিজ,, প্রচার সম্পাদক জয়দেব ভূমিজ, সহ-প্রচার সম্পাদক সুকুমার ভূমিজ। নির্বাহী সদস্য প্রসন্ন ভূমিজ, সয়ন ভূমিজ, দ্বৈতু ভূমিজ, কালিদাস ভূমিজ, রবিন ভূমিজ, জিৎ ভূমিজ, লিটন ভূমিজ, শুভজিৎ ভূমিজ, জয়ন ভূমিজ, রাসেল ভূমিজ, উত্তম ভূমিজ, উপেশ ভূমিজ,, নয়ন ভূমিজ, সঞ্জয় ভূমিজ, সুপ্ত ভূমিজ, শীকান্ত ভূমিজ, গোপাল ভূমিজ, রবেন ভূমিজ, সমাকান্ত ভূমিজ, সঞ্জু ভূমিজ, সহ সারা বাংলাদেশের প্রায় ১৪ হাজার প্রতিনিধি উপস্থি ছিলন।

    সভায়, ভূমিজ সমাজের বক্তারা ভূমিজ সমাজকে আদিবাসী কৌটার সুবিধা দানের জন্য সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর মাধ্যমে প্রধান অনুরোধ জানান। এবং ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী পূর্বটিলা (নালুয়া) থেকে গনকির পাড় পর্যন্ত কাঁচা রাস্তাকে পাকা করনের দাবীও জানান সংসদ সদস্যের কাছে। সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেন, চা-শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। তিনি চা-শ্রমিকদের নেতা হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। চা-শ্রমিকদের বঙ্গবন্ধু সম্মান দিয়েছিলেন।

    প্রধান মন্ত্রীও চা-শ্রমিকদের  ব্যাপারে আন্তরিক। তিনি গনকিরপাড় থেকে পূর্বটিলা পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করবেন বলেও ঘোষণা দেন। উল্লেখ্য, প্রতি বছরই ভূমিজ সমাজ বাৎসরিক সম্মেলন (রংসভা) তাদের সামাজিক ব্যবস্থার ভাল-মন্দ নিয়ে আলোচনা ও বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান করে থাকেন।