চুনারুঘাটে বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

    0
    381

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জুলাই,চুনারুঘাট প্রতিনিধিঃ চাকুরি জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা চালু, ৫% বার্ষিক প্রবৃদ্ধি প্রদান, পেনশন ভাতা সহজীকরণ ৪% কর্তন প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বেসরকারি মাদ্রাসা সমিতিসহ শিক্ষক কর্মচারীবৃন্দ মানববন্ধন করেছে।বৃহস্পতিবার ১২টা থেকে ১টা পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে চাকুরি জাতীয় করণের একদফা দাবী জানিয়ে মাদ্রাসা শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আবু নাসেরের সভাপতিত্বে ও মাওলানা মোঃ মাহবুবুর রহমান খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুপার মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, মাওলানা ফজলুল হক, মাওলানা শহিদ উল্লা, কামরুল ইসলাম, মাসুক মিয়া মাস্টার, আব্দুল হক, মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওলানা আবুল হাসান, মাওলানা আব্দুল আউয়াল আসাদী, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবুল কাশেম, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

    পরে মাদ্রাসা শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।