চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ জনসাধারণ

    0
    213

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬জুলাই,শংকর শীল,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েই চলছে।পৌর কর্তৃপক্ষের কোন উদ্যোগ না নেওয়ায় বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় চলাফেরা করতেও মহাদায়।দিনরাত ২৪ ঘন্টায় কুকুরেরা দলবদ্ধভাবে চলাফেরা করে।যেখানে -সেখানেই কুকুরেরা ঝগড়াঝাঁটি লেগে যায়। এমনকি মানুষ দেখলেই কুকুরের দল ঘেউ ঘেউ করে তেড়ে আসে।

    ফলে মানুষের মাঝে দেখা দিয়ে  আতঙ্ক। স্কুল পড়ুয়া কোমলমতি ছাত্র ছাত্রীরা ভয় পেয়ে স্কুলে যেতে চাই না।কারণ কুকুরের উপদ্রব সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে।পাওয়া তথ্য মতে, চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার বিভিন্নস্হানে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে।

    ফলে এলাকাবাসী নিত্য সময় শংকার মধ্যে থাকতে হচ্ছে। বিশেষ করে সংঘবদ্ধভাবে এসব কুকুরেরা রাস্তাঘাটে, হাটবাজারে হাঁটাচলার পথে বসে থাকে। মানুষ দেখলে ঘেউ ঘেউকরে। এমনকি তেড়েও আসে।

    এদিকে এক এলাকার কুকুর অন্য এলাকার কুকুর দেখলে তাড়া করে দৌড়ায়। এসময় পথচারীদের পথ চলতে বেকায়দায় পড়তে হয়। সারাক্ষণ ঘেউ ঘেউ ও কুকুরের ঝগড়ার বিকট শব্দে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভোক্তভোগী মানুষেরা জানিয়েছেন, এসব বেওয়ারিশ কুকুর নিধন করা অতি জরুরি।

    এব্যাপারে চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু কে জানানো হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যতা শিগ্রই এসব কুকুর নিধন করা হবে। পৌর এলাকা কে আধুনিকায়ন এলাকা হিসেবে রুপান্তরিত করা হবে। এবিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (UNO) সিরাজাম মুনিরা জানিয়েছেন, উপজেলাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুর নিধনের ব্যবস্থা নেওয়া হবে।