চুনারুঘাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

    0
    283
    শংকর শীল,হবিগঞ্জঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবিবার (২৫ অক্টোবর) হবিগঞ্জের চুনারুঘাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন – চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এসময় সময় তার সাথে ছিলেন – ৪নং পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডারের সদস্য সচিব ও ৩ নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রুমন ফরাজি, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়না মিয়া, আওয়ামীলীগ নেতা ফিরুজ আহমেদ, ময়না মিয়া, যুবলীগ নেতা তৌফিক আহমেদ, দেওরগাছ ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি সবুজ মিয়া, যুবলীগ নেতা মহরম আলী, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোবাহান,যুবলীগ নেতা মিটু, বেগমখাঁন বাগান নেতা স্বপন সাঁওতাল,লক্ষীচরন মেম্বার,বেগমখাঁন বাগান সভাপতি চন্দ্র কুমার,সাবেক সভাপতি কালা, বিদ্যুৎ ভৌমিকসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
    এবছর চুনারুঘাট উপজেলায় পৌরসভায় ৯ টি, বিভিন্ন বাগানে ২৮ টি ও বিভিন্ন গ্রামে ৪৬ টিসহ মোট ৮৩ টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
    উল্লেখ যে, লস্করপুর চা বাগান দুর্গা মন্দির, দেওন্দী চা বাগান দুর্গা মন্দিরসহ বেশকটি নতুন নির্মাণাধীন মন্দির পর্যবেক্ষণ ও গেলানী চা বাগান দুর্গা মন্দির, বেগমখাঁন দুর্গা মন্দির নির্মাণের আশ্বাস দেন তিনি।