চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এসপি জয়দেব

    0
    194

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২২জুন,শংকর শীল,হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদশর্ন
    করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বুধবার (২১ জুন) দুপুরে তিনি চুনারুঘাট উপজেলার
    বাল্লা স্থলবন্দর এলাকা, আমুরোড,চুনারুঘাট সদর সহ চন্ডিচড়া ব্রিজটি পরিদশর্ন করেছেন।খোয়াই নদীর পানি বেড়ে যাওয়া ও বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে এলাকাবাসীর সাথে কথা বলেন।এ দিকে বাল্লা চেক পোষ্টের ব্যবহৃত ঘরটি বন্যার পানিতে তলিয়ে যাওযায় নতুন
    ঘর নির্মানের আশ্বাস প্রদান করেন।
    চাষীদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থ এলাকার খোঁজখবর নিচ্ছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামানকে রোজার পরেই চেক পোষ্টের জন্য একটি নতুন ঘর তৈরী কাজ শুরু করার নির্দেশ দেন।
    তিনি বলেছেন,গত কয়েকদিন খোয়াই নদীর পানি বেড়ে যাওয়া নিয়ে পুরো জেলা বাসী শংস্কিত ছিল।এখন জনমনে স্বস্তি ফিরে এসেছে।