চুনারুঘাটে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত

    0
    241

    চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ তাঁতী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী সাংসদ এডভোকেট মাহবুব আলী।

    উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব মুদ্দত আলী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক আরিফুল হাই রাজিব, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রওশন খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি সাজু নাসের চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা তাঁতী লীগের যুগ্ম সম্পাদক শেখ আহমদ আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল ও কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে দেশ পাওয়া যেত না। বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে।