চুনারুঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩অক্টোবরঃশংকর শীল-ফারুক মিয়াঃ শরতের শিউলী, শিশির আর কাশফুলের সমারোহে প্রকৃতি মনে করে দেয় ‘মা আসছেন’ ঢাকের তালে তালে আড়াল থেকে কে যেন বলে উঠেছে, কর জয় ধ্বনী কর মমতাময়ী মা শারদার জয় ধ্বনী এমন ধারণা সনাতন ধর্মাবলম্বীদের। আগামী ১৯শে অক্টোবর রোজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ৫দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ এই শারদীয় দুর্গা উৎসব। হবিগঞ্জের চুনারুঘাটে এ বছর ৭৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ব্যায় বহুল প্রতিমা তৈরিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কারিগররা। বেশ কয়েকটি পূজা মন্ডপে সরেজমিনে দেখা, কারিগররা চার/পাঁচজন সহকারী নিয়ে প্রতিমা তৈরীর কাজ, মাটির ফিনিসিং, রঙে বেরঙের বিভিন্ন ডিজাইনের কাজ, প্রতিমা শুকানোসহ কারুকাজের মাধ্যমে প্রতিমা তৈরিতে দিন-রাত কাজ করে যাচ্ছেন।

    সেই হিসাবে পূজার দুই থেকে তিন মাস আগ থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রনয় পাল জানান, এবারে চুনারুঘাটে সর্বমোট ৭৩টি পূজা মন্ডপ রয়েছে। ৬৩ পূজা মন্ডপ সার্বজনীন ও ১০টি ব্যক্তিগত শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। এদিকে চুনারুঘাট উপজেলা প্রশাসন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রহণ করেছেন বিভিন্ন পদক্ষেপ।