চুনারুঘাটে প্রকাশ্যে ধান ক্ষেতের চারা নষ্ট করছে প্রতিপক্ষ

    0
    448

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মে,হবিগঞ্জ প্রতিনিধিঃ  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক লাঠিসোঁটা দিয়ে ১৮ শতাংশ জমির রোপণকৃত ধানের চারা বিনষ্ট করে ফেলেছে। ৩০ মে বুধবার বেলা ১১ টায় উপজেলার রাণীগাও ইউনিয়নের পাঁচেরগাও গ্রামে এঘটনাটি ঘটেছে। প্রতিপক্ষের লোকজনের হামলায় মা ও মেয়ে আহত হয়েছেন।

    ওই গ্রামের আঃ নুরের পুত্র লাল মিয়ার সাথে একই গ্রামের আঃ মজিদের পুত্র রিপন মিয়া ও আঃ শহীদের পুত্র শিপন মিয়ার দির্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে রিপন মিয়া ও শিপন মিয়া সহ একদল লোকজন নিয়ে জোরপূর্বক লাঠিসোঁটা দিয়ে জমির রোপণকৃত ধানের চারা বিনষ্ট করে ফেলেছেন। চুনারুঘাট থানা পুলিশ কে খবর দেওয়া হলে থানা এসআই কাশী শর্মা ঘটনার স্হলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছেন।কেন থানা পুলিশ কে খবর দেওয়া হয়েছে।

    এনিয়ে ক্ষিপ্ত হয়ে রিপন মিয়া ও শিপন মিয়াসহ একদল লোকজন লাল মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় লাল মিয়ার স্ত্রী মায়া খাতুন (৫০) ও তার কন্যা নাছিমা আক্তার (২৫) আহত হন। আহতদের কে চুনারুঘাট সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত লাল মিয়া জানান, রিপন মিয়া ও শিপন মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।