চুনারুঘাটে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩৪ জন

    0
    220

    চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের রমজান আলীর পুত্র মাদক সম্রাট রুবেল মিয়া (২৬) পলাতক ওয়ারেন্টের আসামীসহ ৩৪ জন পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

    জানা যায়,১৭ নভেম্বর শনিবার গভীর রাতে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম রাজু আহমেদের নেতৃত্বে চুনারুঘাট থানার এস.আই ওমর ফারুক, এস.আই অলক বড়–য়া, এস.আই মলাই মিয়া, এস.আই শেখ আলী আজহার সঙ্গীয় এ.এস.আই কামাল হোসেন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পৃথক অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জন পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট রুবেল মিয়ার বিরুদ্ধে জি.আর ২৭১/১৫, ২৩/১৭, ২৭/১৮, দায়রা ৫৯/১৭, ২৫২/১৬ মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। ২০১৫ সালে ৫ মন গাঁজাসহ ভৈরব থানায় ধৃত ও ২০১৬ সালে ১ মন গাঁজাসহ আখাউড়া থানায় ধৃত, ২০১৭ সালে র‌্যব কর্তৃক ২৭ কেজি গাঁজা সহ ধৃত, ২০১৭ সালে বিশ্বরোড হাইওয়ে পুলিশ ৩০ কেজি গাঁজা সহ ধৃত, ২০১৮ সালে শায়েস্তাগঞ্জ থানায় ১৫ কেজি গাঁজা সহ ধৃত হয়। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।

    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান মাদক সম্রাট রুবেল মিয়া সহ ৩৪ জন পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পরে আজ রোববার সকালের দিকে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।