চুনারুঘাটে পাচার কালে ১০৭বস্তা চাউল আটক,তদন্ত কমিটি গঠন

    0
    251
    চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে পাচার কালে ১০৭ বস্তায় প্রায় ৩ টন চাউল আটক করা হয়েছে।সোমবার (১৩ মে) বিকালে উপজেলার কালেঙ্গা সড়কের মোড় থেকে এই চাউল আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন ইকবাল।
    এ সময় তার সাথে ছিলেন,উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলইটি) বেনু গোপাল দাস ও চুনারুঘাট থানার এসআই আলী আজহার। আটকের পর চাউলের বস্তা গুলো খাদ্য গোদামের জিম্মায় রাখা হয়।আটক চাউল ৯নং রানীগাও ইউনিয়ন পরিষদ থেকে পাচার হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা যায়।
    তবে ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মুবিন চৌধুরী ফারুক বিষয়টি এড়িয়ে যান। স্থানীয় সুত্র জানায় ঐ চাউল গুলি ভি জিডি কার্ড দারী গন, এক ব্যাবসায়ীর নিকট বিক্রি করছিল।
    এ ব্যাপারে উপজেলা প্রশাসন  ৪  সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন  করা হয়েছে বলে উপজেলা প্রশাসন যানান।