চুনারুঘাটে নাথ সমিতির সার্বজনীন উপনয়ন সংস্কার

    0
    242

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬মার্চ,এস,এম,সুলতান খানঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার থানা নাথ সমিতির সার্বজনীন উপনয়ন সংস্কার ৪র্থ তম অনুষ্ঠান দৌলতপুর গ্রামের শ্রীযুক্ত পরেশ দেবনাথ মহাশয়ের অঙ্গনে সম্পন্ন হয়েছে। এ উপনয়ন অনুষ্ঠানটি ১ মার্চ রবিবার থেকে ৫ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন বৈদিক ক্রিয়ার পর ৩১জন যোগী-ব্রতীর নগর পরিক্রমা ও তৎপরে দন্ড বিসর্জনের পর ধর্মসভা, সুধী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    ফুলপুর সমাজের সভাপতি সুকুমার দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুল ইসলাম, শিক্ষা অফিসার হাসান মোঃ জুনাইদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশীদ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাব্বির হোসেন, চুনারুঘাট পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রনয় পাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, ইউপি চেয়ারম্যান এডঃ সরকার মোঃ শহীদ, যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ।

    সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজ, গীতা প্রজ্ঞাতীর্থ রাজেন্দ্র লাল দেবনাথ, অধ্যাপক অনঙ্গমোহন দেবনাথ, শ্রীকান্ত গোস্বামী, সিলেট বিভাগীয় যোগী সম্মেলনী সাধারণ সম্পাদক এড. কানাইলাল দেবনাথ, বিকাশ দেবনাথ ও অনীল চন্দ্র দেবনাথ, চন্দ্র কুমার দেবনাথ, সভা পরিচালনা করেন মাস্টার গবিন্দ দেবনাথ প্রমুখ। কনিকা প্রসাদ বিতরণ শেষে এ উপনয়ন সংস্কার অনুষ্ঠানের কাজ সম্পন্ন হয়।