চুনারুঘাটে চা-বাগানে ডাকাত দলের হানা-নারীসহ আহত-৩

    0
    212

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট লালচাঁন্দ চা বাগানে একদল ডাকাত ডাক বাংলোতে ডাকাতি করেছে। ডাকাতের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। ২৮ জুলাই রবিবার গভীর রাতে এঘটনাটি ঘটেছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ম্যানেজার মোফাজ্জল হোসেন (৫৫), তার স্ত্রী আফরোজা বেগম লিপি (৪৮) ও কলেজ পড়ুয়া মেয়ে মালিয়া হোসেন লিপি (১৮)। জানা যায়, ১০/১২ জনের ডাকাত দল প্রথমে বড় বাংলোতে হানা দেয়।
    বাংলোর মুল গেট ভেঙে ডাকাতদল ঘরে ঢুকে ম্যানেজার মোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে
    নগদ টাকা, স্বর্ণালংকার দেওয়ার জন্য দাবি জানান। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার দিতে না পারায়  ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোফাজ্জল সহ তার স্ত্রী ও মেয়ে কে। এঘটনা পর পরই আতঙ্ক ছড়িয়ে পরে।
    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের প্রাথমিক ধারণা ম্যানেজার মোফাজ্জল হোসেনের বাংলোতে কিছু না পাওয়ায় ডাকাত দল তাদের উপর হামলা করেছে। তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।