চুনারুঘাটে ক্রিকেট নিয়ে জুয়াঃধংসের পথে যুব সমাজ!

    0
    444

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মার্চ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন চা স্টল দোকানে ক্রিকেট খেলাকে নিয়ে চলছে দিন – রাত  জুয়ার আসর । যার ফলে যুব সমাজ ধংসের দিকে এগুচ্ছে। পাওয়া তথ্য মতে, পৌরশহরের উওর বাজার, রানীগাও রোড, বাল্লা রোড, মিরাশী রোড, ক্রস রোড,  দক্ষিণ বাজার, মাছ বাজারের ভিতর সহ উপজেলার আমরোড বাজার, আসামপাড়া বাজার, আমতলী বাজার,চান্দপুর বাজার,শাকির মোহাম্মদ বাজার, মিরাশী বাজার, সাটিয়াজুরী বাজার, বাসুল্লা বাজার, নতুন বাজার, দূর্গাপুর বাজার গুলো সহ বিভিন্ন ছোট বড় হাটবাজারের স্টল দোকান গুলোতে চলছে ক্রিকেট খেলাকে নিয়ে জুয়ার আসার।

    নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, ক্রিকেট খেলাকে নিয়ে বিভিন্ন স্টল দোকান গুলোতে দিন – রাত উঠতি বয়সের তরুণরা  প্রতি রান, উইকেট, কে কতটা রান নিবে ও উইকেট ফেলবে নিয়ে কমপক্ষে ১শত টাকা, থেকে  ৩শত /৪শত টাকা নিয়ে এরকম বাজি ধরে।

    যদি খেলা তাদের কথার সাথে মিলিয়ে যায় তাহলে নগদে টাকা দিয়ে দিতে হয়, অনেক সময় দেখা যায় ক্রিকেট খেলার বাজিতে হেরে গেলেএক পর্যায়ে কথা কাটাকাটি ও বড় ধরনের হাতাহাতির সৃষ্টি হয়। যে কারনে সচেতন অভিবাবকরা তাদের বাচ্চারা নিয়ে  চিন্তিত হয়ে পরেছেন।

    যেসব স্টল দোকান মালিকরা উঠতে বয়সে তরুণদের প্ররোচনা দিয়ে ধংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের স্টল মালিকদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া জন্য দাবী জানিয়েছেন সচেতন মহল।