চুনারুঘাটে উত্ত্যক্তকারীরা পিতা ও কন্যার হাত ভেঙ্গে দিয়েছে

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মার্চ,চুনারুঘাট প্রতিনিধিঃ    চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রামের ছিদ্দিক আলীর মেয়ে একডালা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার (১৫) কে একদল বখাটেরা উত্ত্যক্ত করায় মেয়ের বাবা ছিদ্দিক আলী বাদী হয়ে চুনারুঘাট থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

    জানা যায়, গত রবিবার সকাল ৯টার দিকে বাগিয়ারগাঁও গ্রামের ছিদ্দিক আলীর মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার একডালা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি হইতে রওয়ানা দেয়। পথিমধ্যে আছকির মিয়া সাহেব বাড়ির দক্ষিণের রাস্তায় পৌছামাত্রই পূর্ব হইতে ওৎ পেতে থাকা বখাটে দুলাল ও তার দলবল মাহমুদা আক্তারকে উত্ত্যক্ত করে।

    মাহমুদা আক্তারের সাথে বখাটে দুলাল মিয়ার ধস্তাধস্তির একপর্যায়ে বখাটেরা মাহমুদা আক্তারের হাতে আঘাত করলে তার হাতটি ভেঙ্গে যায়। তার শোর চিৎকারে পরিবারের লোকজনরা এগিয়ে এসে প্রতিবাদ করলে বখাটেরা মাহমুদার পিতা ছিদ্দিক আলীর বাম হাতটিও ভেঙ্গে দেয়।

    পরে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    আহত সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের মাতা পেয়ারা খাতুন সোমবার সকালে বাদী হয়ে একই গ্রামের আজগর আলীর পুত্র  দুলাল মিয়া, মৃত ইসাদ উল্লার পুত্র আঃ হামিদ ওরফে জিরা মিয়া, আজগর আলী, মৃত আঃ ছত্তারের পুত্র সামছুল হক সহ ০৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন। চুনারুঘাট থানার এস.আই ওমর ফারুক সোমবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে এম আজিমরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সিলেট বিভাগের কর্মকর্তা নূরুল হক ও ইউপি চেয়ারম্যান, মেম্বারগণ চুনারুঘাট হাসপাতালে মাহমুদা আক্তার ও তার পিতা ছিদ্দিক আলীকে দেখতে এসে দুঃখ প্রকাশ করেন এবং এ ঘটনার দ্রুত বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।