চুনারুঘাটে ইউআইটিআরসিই সেন্টার উদ্বোধন

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২মার্চঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের উদ্বোধন করা হয়েছে।
    বুধবার সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে চুনারুঘাটসহ সারা দেশের ১২৫টি সেন্টার একযোগে উদ্বোধন করেন।
    পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের ভবনের ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এক সমাবেশের আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তার মাশহুদুল কবীরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি
    ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আবু তাহের।
    এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দিন আহমেদ. সহকারি কমিশনার তন্ময় ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিক আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মাষ্টার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ওয়াহেদ আলী, মাদ্রাসা শিক্ষক সমিতির সম্পাদক আলী মোহাম্মদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ।
    এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সজল দাশ, সহ-সভাপতি আব্দুল লতিব, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, আব্দুল হাই, মহরম আলী, আব্দুল আউয়াল, সত্যেন্দ্র দেব, আঃ কদ্দুছ, আঃ সামাদ মাস্টার, আঃ মালেক, ফরিদ মিয়া মাস্টার, আঃ জলিল, এখলাছুর রহমান, শফিক মিয়া, রইছ উল্লাহ, অধ্যক্ষ আবু নাসের, আলাউদ্দিন মাষ্টার. আব্দুল মালেক মাস্টার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সমকাল প্রতিনিধি মোস্তাক আহমেদ তরফদার মাসুম প্রমুখ।
    সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় ডিসিপি হাই স্কুল ও চুনারুঘাট সরকারি কলেজে আইসিটি ল্যাব স্থাপনের জন্য নিজস্ব তহবিল হতে ৪ লাখ টাকা অনুদান ঘোষনা করেন।
    তিনি এ বিষয়ে সবাইকে এগিয়ে এসে নিজের বিদ্যালয়গুলোতে এ ধরনের সহায়তায় হাত বাড়ানোর আহবান জানান।
    পরে প্রধান অতিথি মোঃ আবু তাহের নতুন ভবনে আইসিটি ট্রেনিং এর উদ্বোধন করেন।এতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষক অংশ নিচ্ছে।
    উল্লেখ্য, কোরিয়ান সরকারের অর্থায়নে কোটি টাকা ব্যয়ে সম্পুর্ণ শীততাপ নিয়ন্ত্রিত চার তলা বিশিষ্ট উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনটি নির্মান করা হয়। এর নিচতলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আইসিটি কর্মকর্তার কার্যালয় এবং দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাব ছাড়াও একটি কসফারেন্স রুম রয়েছে।