চুনারুঘাটে আব্দুল মতিন শিক্ষা ট্রাস্টের পুরস্কার বিতরণী

    1
    253

    আমারসিলেট24ডটকম,১৮মে,এস.এম.সুলতান খানঃ শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে পৌঁছতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই শিক্ষার উন্নয়নের সকলকে এগিয়ে আসতে হবে। এ কথাগুলো বলেছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়। তিনি শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, আব্দুল মতিন ইঞ্জিনিয়ার এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোছাঃ শামছুন নাহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, ইন্তাজ উল্লা মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, প্রধান শিক্ষক আব্দুল মতিন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব হোসাইন আলী রাজন, আনোয়ার আলী, সৈয়দ মিয়া কাউন্সিলর, প্রণয় পাল, মোনায়েম চৌধুরী, মাসুক মিয়া, সৈয়দ মুজিবুর রহমান ইলিয়াছ, আবুল কাশেম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জামাল হোসেন লিটন, সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, ক্ষিতিশ চন্দ্র দাস, স্বপন কুমার রায়, মনোরঞ্জন দেব, রাম গোপাল ভট্টাচার্য্য, তোফাজ্জ্বল হোসেন, ত্রিদিব জ্যোতি পাল, এমদাদুল হক চৌধুরী, সাইফুর রহমান, কছির মিয়া, ইমতিয়াজ আহমেদ, সুলতানা রাজিয়া, আমিনা আক্তার, সুমা দত্ত, সরকার মোঃ লিটন, মামুন মিয়া, ছিদ্দিকুর রহমান, কাউছার আলম প্রমূখ।