চুনারুঘাটে অপহৃত যুবক উদ্ধার হলেও আশংকায় পরিবার

    0
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪সেপ্টেম্বর,চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে অপহৃত যুবক আব্দুল মালেক কে উদ্ধার করা হলেও অপহরণ মামলার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে আশংকায় অপহৃত যুবক আব্দুল মালেক ও তার পরিবারের লোকজন।

    পাওয়া তথ্য মতে,গত ২৩ আগষ্ট বুধবার অপহৃত যুবক আব্দুল মালেক রাত ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ছেগানগর বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার করে বাড়ী ফেরার পথে একই এলাকার মৃত আঃ মতিনের ছেলে মোঃ নুরুজ্জামান(৩৫), মোঃ ইদ্রিছ মিয়ার ছেলে মোঃ সফিক মিয়া(২৬), সিরাজ মিয়ার ছেলে আলমগীর মিয়া(২৫), লিয়াকত মিয়ার ছেলে সুজন মিয়া(২৩), মুকবুল হোসেনের ছেলে মোঃ তাজুল ইসলাম (২৫) ও কলমদর মিয়া ছেলে রংগু মিয়া (৩৫) পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মালেক কে মারধর করে হাইএক্স গাড়িতে তুলে অপহরণ করেন।

    গত ২৪ আগষ্ট বৃহস্পতিবার অপহৃত যুবক আব্দুল মালেকের পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় অপহরণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ২৬ আগষ্ট শনিবার বেলা ১২টার দিকে অপহৃত যুবক আব্দুল মালেক কে
    উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

    কিন্তু অপহৃত যুবক আব্দুল মালেক উদ্ধার হলেও অপহরণকারীরা প্রকাশ্যে চলাফেরা করছেন। এবং অপহৃত যুবক আব্দুল মালেক পরিবার কে মামলা তুলে নেওয়ার জন্য প্রান নাশকের হুমকি-ধামকি দিচ্ছেন অপহরণকারীরা। অসহায় হয়ে
    অপহৃত যুবক আব্দুল মালেক ও তার পরিবারের লোকজন অপহরণকারীদের বিরুদ্ধে
    প্রশাসনের উর্ধ্বতন মহলের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।