চুনারুঘাটের কালাপুর মাদ্রাসা জেডিসি ও পিএসসিতে প্রথম

    1
    266

    আমারসিলেট24ডটকম,২৮জানুয়ারী,এস,এম,সুলতান চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী কালাপুর আজিজিয়া আবেদীয়া ফতুশাহ্ সুন্নীয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৩ সনের জেডিসি ও পিএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে জেডিসিতে ৬জন এ+, পিএসসিতে ২জন এ+ সহ শতভাগ সাফল্য অর্জন করে চুনারুঘাট উপজেলার মাদ্রাসাগুলোতে প্রথম স্থান অধিকার করেছে। এ প্রতিষ্ঠানটি ২০০৮ইং সনে সাটিয়াজুরী ইউনিয়নের কালাপুর গ্রামে প্রতিষ্ঠা করেন ওই গ্রামের বিশিষ্ট দানবীর শেখ মোহাম্মদ সিরাজ উদ্দিন ও তার পুত্রদ্বয় মাদ্রাসার সুপার মাওলানা শেখ মোঃ মানিক মিয়া, মাওলানা মোশাহিদুল ইসলাম, হাফেজ মোঃ তাজুল ইসলাম ও শেখ মোঃ শাহিদুল ইসলাম।

    মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ সরকারি কোন সহযোগীতা না পেয়েও বিভিন্ন প্রতিকূলতা এবং নানান সমস্যায় জর্জরিত থাকার পরও শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে এবং এলাকাবাসী তথা শুধু চট্টগ্রামের বেশ কয়েকজন দানবীরের সহায়তায় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বর্তমানে ওই মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা ১১জন রয়েছে। তারা হলেন মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওলানা লুৎফুল কবীর, আব্দুল আজিজ কিম্মত, মোঃ তাজুল ইসলাম অনু, শেখ মোঃ শাহিদুল ইসলাম, মাওলানা কবীর আহমদ ও শেখ সোহেল আহমদ প্রমুখ। তারা সাটিয়াজুরী ইউনিয়নের একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারের নিবন্ধন তথা সহযোগীতা কামনা করেন।