চুনারুঘাটের আমতলী মাদ্রসার বার্ষিক সুন্নী সম্মেলন

    1
    660

    আমারসিলেট24ডটকম,১৯মার্চঃ চুনারুঘাট উপজেলার দেওরগাছ আমতলী আদর্শ বাজার গাউছিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও আ’লা হযরত একাডেমীর ৯ম বার্ষিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ আছর থেকে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলন মোঃ মহরম আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক পীরে তরীক্বত মাওলানা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী এবং মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ জিয়াউল হক নাজমুল এর পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে বয়ান করেন পীরে তরীক্বত আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী। বিশেষ মেহমান হিসাবে বয়ান করেন আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, উপাধ্যক্ষ শেখ মোশাহিদ আলী, মাওলানা অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, প্রভাষক মাওলানা আব্দুস ছালাম, মাওলানা ছালেহ্ আহমেদ তালুকদার, মাওলানা মুজিবুর রহমান জালালী, মাওলানা কবির আহমদ, মাওলানা শেখ মোঃ রায়হান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, আলহাজ্ব ইয়াসিন তালুকদার, আলহাজ্ব আব্দুজ জাহির মেম্বার, সাংবাদিক এস. এম. সুলতান খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সিরাজ নগরী বলেন বর্তমানে আমাদের এলাকায় নব্য ওয়াবিদের আবির্ভাব ঘটেছে। তারা মিলাদ ও কিয়ামের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মাহফিলের মাধ্যমে সাধারণ সুন্নী মসুলমানদের ইমান হরণ করার পায়তারা করছে। ওই জাতীয় জৈনপূরী উত্তসূরীসহ ইমানহরণকারী নব্য ওয়াবীদের খপ্পর থেকে সাধারণ সুন্নী মসুলমান সজাগ থাকতে হবে।