চীন ৪২ হাজার ড্রোন বানাচ্ছেঃপেন্টাগণ

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মেঃ চীনের সামরিক বাহিনী ৪২ হাজার ড্রোন বানাচ্ছে বলে তথ্য দিয়েছে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগণ।

    পেন্টাগণ তার বার্ষিক সামরিক প্রতিবেদনে বলেছে, চীনের এসব ড্রোন স্থল ও সমুদ্রভিত্তিক। এছাড়া, চীন দীর্ঘ পাল্লার ড্রোনও তৈরি করছে বলে পেন্টাগণের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ধরনের ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক হামলা চালাতে সক্ষম হবে। ২০১৪ সাল থেকে চীনা ড্রোন তৈরির কাজ শুরু হয়েছে এবং ২০২৩ সালে শেষ হবে। এ প্রকল্প বাস্তবায়নে চীনকে খরচ করতে হবে ১,৫০০ কোটি ডলার।

    পেন্টাগন এ প্রতিবেদন আরো পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসের কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি চীনের সামরিক শক্তি বাড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

    পেন্টাগন বলেছে, ২০১৩ সাল থেকে সামরিক মহড়ায় চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করে আসছে। এছাড়া, চীনা অস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকায়নের বিরুদ্ধে সতর্ক সংকেত দিয়েছে পেন্টাগন।ইরনা