চীনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত-৪৪,আহত-৯০

    0
    231

    চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ইয়ানচেং শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথমিক খবরে নিহতের সংখ্যা ছয় বলে জানানো হয়েছিল।

    কারখানায় আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে উল্লেখ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে ইয়ানচেং শহরের একটি কেমিক্যাল কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। জানা গেছে- যে রাসায়নিক কারখানায় আগুনের সূত্রপাত, সেখানে সার তৈরি করা হতো। এ ঘটনার পর চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলেছে, বিস্ফোরণে অনেক এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের সময় ২ দশমিক ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

    হতাহতদের উদ্ধারে সেনাবাহিনী নামে

    ঘটনাস্থলের অনেক ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় আগুন ও ধোঁয়ায় চারপাশ ভরে গেছে। অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর অন্তত ৩০০০ শ্রমিক ও ১০০০ স্থানীয় ব্যক্তিকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।পার্সটুডে